আমি একটা সাধারন প্রদীপ
আমার শিখা জ্বলছে ঢিম ঢিমে তালে
জ্বলছে তো জ্বলছেই বছরের প্রতিটা রাত
তবুও কেউ আগ্রহ নিয়ে তাকায় না আমার দিকে।


তোমাদের এই পৃথিবীতে
যত কালোময় রাত আছে
তার সবই তো ভরা আছে
কুৎসিত ভয় মিশ্রিত কাহিনী দিয়ে।


কখনো কোন সময় যদি রাস্তার ধারে
অন্ধকার তোমাদের ঘিরে ধরে,
তখনই তোমরা নিজেদেরকে
গুটিয়ে ফেলতে চাও নিজের মাঝে।


অথচ আমার একটুখানি আলোতে
সাহসে বুক ফুলিয়ে উঠে দাঁড়াও
তারপরেও আমাকে একটু মূল্য না দিয়ে
সাহসের নাম করে সমস্ত সুনাম নিজের দিকে টেনে নাও।


আমি তো কথা বলতে পারি না
তাই আছি আজও নিশ্চুপ,
যদি কোনদিন বলতে পারতাম কথা
সেদিন আর থাকতাম না সাধারন কোন প্রদীপ।


সেদিন উচ্চ কন্ঠে পৃথিবীকে জানিয়ে দিতাম
অন্ধকার ভিতু মানুষের সাহসের কথা,
নিঃসঙ্কোচে সবাইকে জানিয়ে দিতাম
আমার হৃদয়ের সুপ্ত সব ব্যাথার কথা।


বলতাম চিৎকার করে, তোমরা কি জানো হে বিশ্ববাসী?
আমি যদি কখনো বিদ্রোহ করে উঠি,
তাহলে পুরো বিশ্বকে ছাই করে দিতে পারবো আমি
কিন্তু, তা না করে এখনো শান্ত আছি আমি।


এখনো সেই ঢিম ঢিমে আলো দিচ্ছি সমানতালে
পৃথিবীর এই নিম্ন চিন্তার অকৃতজ্ঞ মানুষদেরকে,
আমি নাই-বা পেলাম মূল্য তাদের কাছে
কিন্তু তারা পৃথিবীকে ধন্য করতে পারলেই আমার মূল্য পাওয়া হবে।