নিজের অজান্তেই করেছো গ্রহন
বিতৃষ্ণায় ভরা এক ক্লান্তিময় জীবন,
মনের উপর পড়েছে ধূলার আস্তরন
তাই, অতীতের সুন্দর সবই তিক্ত স্মৃতি এখন।


এখন ছল ছল দুই চোখে
ভালবাসা বিলাও সবার চোখের আড়ালে,
লক্ষ স্বপ্ন আঁকো বুকে
শিল্পির রঙের ন্যায় চোখের জলে।


নিজেকে নিয়ে আবার ভাবোই বা কত
তারচেয়েও বেশি ভাবো অন্যকে নিয়ে,
তবুও তুমি আজ অবহেলিত
উপরে না হলেও অনেকেরই হৃদয়ে।


অন্ধকার রাতে তুমি এক ক্লান্ত পথিক
অনভিজ্ঞও বটে, তুমি এই পথে;
তাই সবাই তোমাকে জানায় ধিক
যদিও বা তারাই তোমাকে নামিয়েছে এই পথে।


কিন্তু, যেদিন প্রভাত এসে ঘুচাবে অন্ধকার রাত
সেদিন তুমি দেখতে পাবে অকস্ম্যাৎ,
তোমার চারিদিকে হচ্ছে খুশির জলপ্রপাত
পরও এসে মেলাতে চাইছে তোমার সাথে হাত।


জানি, সেদিন তুমি শুধুই নিজের
পারবে না নিজেকে বিলিয়ে দিতে,
সকল উৎসাহ হারিয়ে ফেলেছো মনের
তোমার যন্ত্রনাময় এই ক্লান্তির জগতে।


একা একা কাটিয়েছ অনেক প্রহর
নির্জনে কেঁদেছ অনেক রাত,
পিছনে ফেলে রেখে এসেছ অনেক ব্যস্ত শহর
তবুও বাড়িয়ে দেয় নি কেউ বন্ধুর হাত।


তাই তুমি থাকবে নির্বাক
যেমন নির্বাক রয়েছ এখন;
উচ্ছলতা তখন হবে অবাক
আনন্দের দিনেও যখন তুমি থাকবে মলিন।


খুঁজবে তখন তুমি নতুন কোরে
একটি সত্যিকারের বন্ধুর হাত,
যে তোমার দেহের ভিতরে
ঘটাতে পারে পবিত্র কোন জলপ্রপাত।


যার চোখে থাকবে না করুণা
থাকবে না হেয়ো দৃষ্টি,
থাকবেনা চোখে মিথ্যে শান্তনা
গড়বে না মিথ্যে কল্পনার জগত সৃষ্টি।


এমনি এক বন্ধুকে পাওয়ার জন্যে
হয়তো কাটিয়ে দেবে অনেকগুলো প্রহর,
কিন্তু মিছেই শুধু খোঁজা গভীর জন অরণ্যে
উচ্ছল কোন পবিত্র শহর।


তখন হয়তো বা তুমি
আবার পিছনে তাকাবে,
অনিচ্ছাসত্বেও আবার তুমি
পুরাতন স্বার্থপরদেরই গ্রহন করবে।


কিন্তু তখন দেখবে না তুমি
হয়তো এমন কাউকে,
যে সকলের মাঝে অনূর্বর ভূমি
আদরে বুলায় না হাত, কেউ তার বুকে।


দূর থেকে সেই হয়তো
তোমার জন্য চোখ থেকে ঝরাবে জল
হয়তো তোমার সন্মানে শির করবে নত
দেখে তোমার কর্মফল।


সেও হয়তো তখন করবে পণ
যেমন তুমি করেছিলে তোমার দুঃসময়ে,
হয়তো তোমারই মত পৃথিবীর উপর করবে অভিমান
ছুটবে তোমারই ফেলে আসা পথে, ব্যাথা ভরা হৃদয়ে।