যে পথে হয় নি চলা
সে পথে একটুখানি হেঁটে আসি
চলো না, দু-জন মিলে
সে পথে একটুখানি হেঁটে আসি।


হয়তো সেই পথের ধারে
পড়ে আছে তুষার কণা,
নয়তোবা পড়ে আছে
মিহি কিছু ধূলি কণা।


সে পথে হয়তো কেউ
বহুদিন আগে রেখেছিল পা
তাই রাস্তার ধারে জংলা গাছে
ছেঁয়ে গেছে পুরো রাস্তা।


তাই দেখে এখন আর কেউ, সেই পথে হাঁটে না!!


চলো না, দু-জন মিলে
সে পথে একটু খানি হেঁটে আসি।।


হয়তো সেই পথের ধারে
ছড়িয়ে পড়েছে যে সব গাছের পাতা,
সন্ধ্যা রাতের একটু পরে
ভিজিয়ে দেয় এসে শিশিরের কণা।


সেই পথে হয়তো কেউ
বহুদিন আগে রেখেছিল পা
তাই মাড়িয়ে না যাওয়া সব গাছের মাঝে
ভূতের চোখের মত জ্বলে জোনাকিরা।


তাই দেখে এখন আর কেউ, সে পথে হাঁটে না!!


চলো না, দু-জন মিলে
সে পথে একটু খানি হেঁটে আসি।।