বন্ধু, তোমাকে নিজের মাঝে খুঁজি প্রতিদিন
তোমার জীবন আজ আমার কাছে মলিন,
ধারাবাহিকতাই তুমি এখন
নিভু নিভু প্রদীপের মতন।


অন্ধকার গুহা থেকে
কেউ খুঁজে নেবে না তোমাকে,
কেউ পথ দেখাবে না কাছে এসে
শরীরে ধূলা-বালি মেখে।


তুমি পাহাড় সমান
অর্জন করো সন্মান,
তারপর পৃথিবীর উপর করো অভিমান
দেখো কত দেবতা তোমার মান ভাঙ্গাতে গায় গান।


আর যদি তুমি
হও অনূর্বর ভূমি,
তাহলে কারো ঘামেই ভিজবে না সে ধূলিময় ভূমি
যেমন আছ এখন, সারাজীবন তেমনই থেকে যাবে তুমি।