( আড্ডায় 'লজ্জ্বার মধ্যে রহস্য' নামের একটা লেখা পোষ্ট করেছি। এই কবিতাটা ঐ লেখার উপর ভিত্তি করেই লেখা হয়েছে। )


হঠাৎ একপলক দেখে আমায়
আড়াল করে ওরা মুখ,
আর সামনে যদি পড়ে যায়
লজ্জ্বার মধ্যে পায় যেন সুখ।


কি এমন বাঁধা রয়েছে
বুঝিনি অনেক চিন্তা করে,
কৌতুহল কি তাদের নাহি আছে
সকল নতুনকে ঘিরে।


সম্পর্ক কি সবি পুরানের মাঝে
রিক্ততা গুলো নতুনদের ঘিরে,
তা হলে শিশুরা কেমনে এসেছে
এই তাদের ভিড়ে।


আমার মধ্যে একটু অপরাধ বোধ
ক্ষনে ক্ষনে জেগে ওঠে,
তাদের সাথে হয়তো আছে কিছু বিরোধ
তা মনে না কেন ভেসে ওঠে।


তাদের খুব কাছাকাছি
না যদি যেতে পারি,
হবে সবি মিছেমিছি
আমি যা নিয়েই গর্ব করি।


অনেক সময় চমকে উঠি
এই বুঝি এলো কাছে,
হয়তো লজ্জ্বাকে দিয়েছে ছুটি
কৌতুহলতার কাছে।


নাহ, সবি মিছে ভাবনা
এদের চরিত্র নিয়ে,
এরা যে রহস্যময়ী কণ্যা
ভাবা উচিৎ ছিল অনেক আগে।


এই বুঝি কোন রহস্য নেই
তবু কত রহস্য লুকিয়ে আছে,
বোঝা যায় দৃষ্টির সাথে দৃষ্টি মিললেই;
কিন্তু মনে হয় এখানেই বিরোধ আছে।