হাজারো মানুষের ভিড় ছেড়ে
প্রিয় মুখগুলো অগ্রাহ্য করে
আমি এবার হারাতে চাই
আমি হারাতে চাই, আমি হারাতে চাই।


আমি বদ্ধ উম্মাদ হতে চাই
আমি পিশাচের মত হাসতে চাই
কারন আমি রায় পেয়ে গেছি
সবাই গলা মিলিয়ে উচ্চস্বরে রায় দিয়ে দিয়েছে,
আমার মস্তিষ্ক বিকৃত।
সবাই জানে আমার মস্তিষ্ক সত্যিই বিকৃত।


যা ভালোবাসা যায়
হৃদয়ের গভীরে মর্যাদায় রাখা যায়
তা নিয়ে নাকি আমি খেলতে ভালোবাসি
তাই আমার মস্তিষ্ক বিকৃত।


আমি ক্লান্তি ভুলতে চাই
আমি ভয়কে ভুলতে চাই
মস্তিষ্ক বিকৃত কারও ভয় আর ক্লান্তি থাকতে নেই।


আমার ডিঙ্গি নৌকার দরকার নেই
আমার মাঝি হওয়ার দরকার নেই
তবুও আমি মাঝ দরিয়াতেই নামতে চাই
উত্তাল ঢেউয়ের উপর চড়তে চাই
ডুবন্ত প্রায় মানুষ গুলোর হাহাকার আমি দেখতে চাই।


আমি বন্ধু চাই না, সঙ্গি চাই না
ঘর চাই না, বাহিরও চাই না
কোন মাংশের ভাঁজে সুগন্ধের ঘ্রানও নিতে চাই না
আমি স্বপ্নহারা কারও স্বপ্নও হতে চাই না
ভবিষ্যতে কারো কাছে স্মৃতিও হতে চাই না
আমি ভালোবাসায় ডুবতে চাই না, ডোবাতে চাই না
তারপরেও ঐ দরিয়া থেকে ডুবন্ত মানুষ গুলোকে তুলতে চাই।
একই সমাজে মত বিরোধ সৃষ্টি করতে চাই।


একই দেহের দুটি প্রান, একটা বলবে ওর মস্তিষ্ক তো বিকৃত!
অন্য প্রাণ বলবে, ভাই তুমি চিন্তা করো কেন তোমার মত?
মানুষ কি তুমি চিনেছিলে কোন কালে ?
উত্তরে বলবে প্রথম প্রাণ, জড়িয়ে পড়েছ মিথ্যা মোহ জালে।


হা হা হা ! কি মজা, কি মজা !
সময়ের কম্পনে সবাই হবে কম্পিত
হৃদয়ে বিষের ব্যাথা হবে উদিত।
অথচ আমি কিনা রায় পেয়েছি, আমার মস্তিষ্ক বিকৃত।


আমি ঘূর্নি পাকে ঘুড়তে ঘুড়তে
তীব্র ঝড়ের মাঝে পড়তে চাই
ঝড়ের তান্ডবে উঁচু গাছের মাথা ভাংতে দেখতে চাই।
দোষটা ঝড়ের না গাছের এটা আমি জানতে চাই।


আমি একটা মুষল ধারার বৃষ্টি চাই
সে বৃষ্টিতে জনশূণ্য মাঠে একা থাকতে চাই।
আমি কাঁদতে চাই, চিৎকার করে কাঁদতে চাই
বৃষ্টির জলে কান্নার জলকে মেশাতে চাই
বৃষ্টির শব্দে কান্নার শব্দকে আমি হারাতে চাই।


আমি দৌড়াতে চাই,
দৌড়ে দৌড়ে গভীর অরণ্যে চলে যেতে চাই
গভীর অরণ্যে একা থাকতে চাই
জানোয়ারেরাও আমার মত কিনা আমি দেখতে চাই।
আমি নিজেকে ক্ষত বিক্ষত, রক্তাক্ত করতে চাই
জানোয়ারের রক্তে নিজের রক্ত মেশাতে চাই
তারপরে চিৎকার করে বলতে চাই,
আমার আর জানোয়ারের রক্তের মাঝে কোন তফাৎ নাই
আমি মস্তিষ্ক বিকৃত কেউ নই
আমি জানোয়ার, আমি জানোয়ার, আমি জানোয়ার।।


ক্ষীন থেকে ক্ষীন স্বরের মাঝেও একটা বাক্যই উচ্চা্রন করতে চাই
আমি জানোয়ার, আমি জানোয়ার, আমি জানোয়ার।।