শিক্ষার ঢাল ধরেছি এক হাতে
অন্য হাতে ধরেছি কলম নামের অসি,
নেমেছি সভ্যতার রনাঙ্গনে
কোন মূর্খই আমাকে দিতে পারবে না ফাঁকি।


একটানে মূর্খদের তুলে আনবো
আধুনিক সভ্যতার দ্বারে,
অসির দুই খোঁচাতে ঢোকাব
আধুনিক সভ্যতার ঘরে।


আসিকে যারা পাবে না ভয়
তাদেরকে ছুড়ে দেব অন্ধকার গুহায়,
অসিকে যারা বুকে দেবে ঠায়
তাদেরকে তুলে আনবো সম্মানের উচ্চকোঠায়।


****             ****


তাহলে কি হলো, তোমার শিক্ষিত হয়ে
শিক্ষার মূল্যই যেখানে বুঝলে না তুমি।
শিক্ষা অর্জন করেছ কি তুমি এই ভেবে!
অশিক্ষিতদের পায়ের নিচে রাখবে তুমি।


শিক্ষা শিক্ষা শিক্ষা, করলে শুধু বাড়াবাড়ি
জ্ঞানের লাগাম ধরে দিলে টান,
শিক্ষার হিমালয়ে অবশেষে উঠলে তুমি
মানবতাকে করলে যখন বিসর্জন।