বসে আছি রাস্তার ধারে
পড়ন্ত বিকালের একটু আগে।
লাল আভার ছড়াছড়ি তখন পশ্চিম আকাশে
সে আভায় প্রকৃতি লাল লালিমায় সেঁজেছে।
রাস্তা ধরে যা চলছে
তার সবই আমার দৃষ্টি কাড়ছে


ঠিক সেই মুহূর্তে চমকে উঠে
দেখলাম আমার দিকে
লাল পাড়ওয়ালা শাড়ি পরে
কানে ঝুমকো, পায়ে নুপুর বাজিয়ে
তুমি আসছো নৃত্যের তালে হেঁটে।


আমি অবাক হয়ে আছি বসে
তুমি কেন আজ এই সাজে!
কথা ছিল আসবে, তবে
তোমার খোঁঁপায় বেলি ফুলের মালা থাকবে
আকাশি রঙের শাড়ি পরে থাকবে।
কিন্তু আমি একি দেখলাম নিজ চোখে
তুমি সত্যিই কি এইভাবে আসছো আমার কাছে!
পরক্ষনেই তিরষ্কার করলাম নিজেকে
দুরঃ আমি তো স্বপ্ন দেখছি
ভুলেই গিয়েছিলাম, আমি এক স্বপ্ন বিলাসী।