সমস্ত দিনের শেষে
পাখিরা যখন নীড়ে ফেরে
তখন সন্ধ্যা আমায় ঘিড়ে ধরে
আমি হারিয়ে যাই হাজারো আমার ভীড়ে
হাজারো সময়ে যখন ছিলাম হাজারো তীরে।।


রাত্রীর অন্ধকারে
আমার একা একা হেঁটে চলা
জ্যোৎস্নাকে এড়িয়ে চলা
ছায়ার প্রতি বড্ড অবহেলা
কিন্তু তোমাকে আজও হলো না ভোলা।।


পুব আকাশে
সূর্য্য উঁকি দেয় হেসে হেসে
আমারও দীর্ঘনিঃশ্বাসে
সময় চোখ টিপে হাসে
শেষ সময়ের গন্ধ পাই বাতাসে।।