বেঁচে থাকার প্রমান আমি চাই না
রক্তে কাঁপনের অনুভূতি অন্য কেউ বুঝুক।
সঙ্গি চাই না, বন্ধু চাই না
মিথ্যে অভিনয়ের ভালোবাসাও চাই না
যেভাবে চলছে সে ভাবেই বাঁচতে চাই।
তবে সময়ের কম্পন বুকে রাখতে চাই
সময়কে পুরো ভাবে পেলে নিজেকে বদলাতে চাই।


কান্নার নোনাজলের লবনাক্ততা মাপতে চাই না
অনেক মেপেছি এবার অন্য কেউ মাপুক।
তবে আমি কেঁদেই যাবো
সেই কান্নায় অন্য ভাব ফুটে উঠবে।
কালহাস্যে বাতাস চাই না
ঘর চাই না
তবে মাথা রাখার জন্য কোলটা চাই
ঝর্নার ছল ছল শব্দের মত হাসিটা চাই
তার সাথে উষ্ণতাটুকুও চাই।


এমন ভাবে কেউ যদি দেখা না দাও
তবুও আমি চলতেই থাকবো।
ক্লান্ত চরণ ধূলিময় পথেই রাখবো।
চোখ দুটো খোলাই রাখবো।


বি দ্র - আমার এই কবিতাটি আমাদের এই আসরেরই একজন কবি বন্ধু শামা ফারসী এর একটি কবিতা অবলম্বনে লেখা।