তুমি রক্তাক্ত মৃত্যুর রং-য়ে সেঁজেছো,
তুমি দৃষ্টি দিয়ে, হৃৎপিন্ডে জেগেছো।


এক হাতে বৈশাখের কম্পিত রূপ এনেছো,
অন্য হাতে শান্তির আহ্বানে ডেকেছ।


চুলেতে, কালবৈশাখী মেঘের ফাঁদ ফেলেছো,
ঠোঁটে, খুনের শীতল স্পর্শ ফুটে তুলেছ।


তুমি রহস্যহীনতার রহস্যে জেগে আছ,
সব কিছুর পরেও তুমি, নিজেই নিজের কাছে হেরেছ।