আজ তোমার জন্মদিনে কোন বার্তা পাঠাব না
উপহারও পাঠাব না,
ভালোবাসা পাঠাব না, সুখানুভূতি পাঠাব না
রিক্ততাও পাঠাব না।


আমি কে, কেন আমি পাঠাব কিছু তোমার জন্যে
আমার খোঁজে তো তুমি ভাসবে না মহাশূন্যে
আমার খোঁজে তো তুমি হারাবে না গভীর অরণ্যে।
তাহলে কেন কিছু পাঠাব তোমার জন্যে!


কিন্তু গোপন একটা বিষয় তুমি জানো না
জন্মদিনের দগ্ধ মোমবাতির মত তুমি
যতখানি জ্বলে নিভেছে, ততখানিই শেষ হয়েছে
ঠিক এইভাবেই শেষ হচ্ছ তুমি।


আমি মৃত্যু, তোমার অপেক্ষায় বসে আছি
যতই ভুলে থাক আমি তোমার পিছেই আছি
একটা করে জন্মদিন মানে একটা করে ধাপ
বেয়ে আমি তোমার পানে এগিয়ে আসছি।


তারপর একদিন আসব, হয়তোবা জন্মদিনে
আমি তোমার বুক ছুঁয়ে যাব, ঠোঁট ছুঁয়ে যাব
তুমি আমায় পেয়েও শূন্য দৃষ্টিতে তাকাবে শূন্যে
সেদিন আমি নিজেই তোমার শ্রেষ্ঠ উপহার হব।