জীবনে চলার পথে
কতজনের সাথে হয়েছে দেখা,
কতজনকে রেখেছি ধরে
কতজনকে হারিয়ে পেয়েছি ব্যাথা!


করিনি সে হিসাব
রাখিনি তা কখনও মনে,
যখন যা পেয়ে হারিয়েছি
কিছু কাল পরেই ভুলেছি আপনমনে।


চলেছি আমি আপন খেয়ালবশে
তাকাইনি কখনও আশে-পাশে,
কে হাসলো, কে কাঁদলো, কে হারলো জীবনে
উৎসুক নয়নে, আনন্দ বিস্ময় নিয়ে দাঁড়াইনি অবশেষে।


চলেছি নিজপথে নিবিষ্ট মনে
বাড়িয়ে দেইনি কখনও এই হাত,
কখনও কাউকে বলিনি, আপন করে নাও মোরে
রেখনা দুই জনের মধ্যে কোন তফাৎ ।


কেউ নিজ থেকে এসে দুই হাত বাড়িয়ে
যদি আপন করে নিতে চায় মোরে;
আমি সরে দাঁড়াব, তার কথা না শুনবো
তা হয় কি করে !!


তার সাথে কিছু সময় হেসে খেলে
চলেছি আবার নিজের পথে,
পিছন দিকে না তাকিয়ে, অতীতকে ভুলে
হারিয়ে ফেলেছি নিজেকে নিজের মাঝে।


এই ভাবে চলতে চলতে, অন্তীম মুহূর্তে এসে
পরিশ্রান্ত হয়ে, যখনই দাঁড়িয়েছি শেষে,
পৃথিবী তখন ডেকে, বললো আমাকে
ওহে মূর্খ, এবার একটু তাকাও আমার দিকে।


সারা জীবন তো নিয়েছ আমার কাছ থেকে
নিজে থেকে কিছুই দাও নি আমাকে,
এতটুকু ঋণ শোধ না করে
কেন বিলীন করে দিতে চাইছো নিজেকে?


তাহলে কি হল তোমার মিছে জন্ম নিয়ে
যদি না’ই দিতে পারলে কিছু আমাকে,
আমার এতটুকু ভার সহ্য না করে
পালিয়ে যেতে চাইছো আমার বুক থেকে।


পালাবে পালাও, কিন্তু কেউ মনে রাখবে না তোমাকে
কেন মনে রাখবে, কিছু কি রেখ গেছ আমার বুকে?
সবই তো নিয়েছ আমার কাছ থেকে হাত পেতে
অথচ, এতটুকুও ঘাম ঝরাওনি আমার বুকে!!