সমবেদনা প্রকাশ ভঙ্গিতে একটু বেদনা ভাব ফুটিয়ে তোলা,
সবাইকেই জানিয়ে জানিয়ে মৃত মুখগুলো বারবার দেখা,
বিধ্বস্ত বাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়া আয়নায়
নিজের প্রতিমূর্তিকে কল্পনায় দাঁড়িয়ে থাকতে দেখা,
ট্যাঙ্কের ক্যাটার পিলারের দাগে অথবা
বোমার শ্রাপনেলে ঘৃনার থুথু ছিটিয়ে দেওয়া।
কিছুকাল পরে সব ভুলে নিজের জগতে ডুব দেওয়া,
কোথাই ফিলিস্তিনি, কোথাই ইসরাইল, কি হয়েছিল তাদের
সব ভুলে গিয়ে প্রিয়ের বুকের পরে মাথা রেখে নেবে আদর।
আবার কিছু কাল পরে, যদি খবরের পাতায় দেখা যায়
ধ্বংস- বিধ্বস্ত নগরীতে রূপান্তরিত হয়েছে ফিলিস্তিনি
তাহলে, আবার সমবেদনার মুখোশ পরে অভিনয়ে মেতে উঠবে সবাই।
আর বলবে, কি-ই বা করার আছে, কি-ই বা করবো? ন্যাকা !!