আসবি না নাকি আর আমার এই বুকে
জরাগ্রস্থ আমি পুড়ছি তোর শোকে,
ঘোলা দৃষ্টি আজও তোকে নিয়ে  স্বপ্ন আঁকে
অথচ তুই হারিয়েছিস মোহের রঙ্গিন বাঁকে।


ঝরে পড়া অজস্র অশ্রুর মাঝে
আশা'রা চলে যায় সকাল-সাঁঝে,
আবার নতুন করে আশার খোঁজে
খুঁজে চলি, তোকে ঘেরা স্মৃতির মাঝে।


স্মৃতিরাও এখন বড্ড যন্ত্রনা দেয়
বাস্তবটা নেই যে আঁচলের ছায়ায়,
হৃদয়ের মাঝে বেশ রক্ত ক্ষরণ হয়
সবার মাঝে ভাল থাকার চলে অভিনয়।


পাড়া প্রতিবেশী সবাই বলে যায়
আর কত থাকবে ছেলের অপেক্ষায়,
একবার নিজেকে দেখ আয়নায়
কি হাল এসেছে তোমার চেহারায়!


আমি নীরবে করুন হাসি হেসে যাই
হৃদয়ের কষ্ট হৃদয়েই থেকে যায়,
অপেক্ষায় অপেক্ষায় সময় কাটাই
আশা নিরাশারা সর্বদা চোখে খেলে যায়।


বি দ্র - শিমুল শুভ্র ভাইয়ের 'তুমি কি চিনতে পেরেছ নিজে কে' কবিতা পড়ে আমার এই কবিতাটার ভাবনা আসে।