অ- অনন্ত পথ নয় জীবনের পথ
আ- আরোগ্যহীনও নয় সব রোগ।
ই- ইন্দ্রজালিকের ইন্দ্রজালে সবাই হাসে,
ঈ- ঈশ্বরের ইন্দ্রজাল সাগরে সবাই ভাসে।
উ-  উঁকি দিয়ে দেখ অন্ধকারে কারা করে বাস
ঊ- ঊষার আলোয় ফেল অভিনয়ের দীর্ঘশ্বাস।
ঋ- ঋণী কি হওনা এতে নিজের কাছে
এ- একাক্ষ ভাব আর কতদিন রাখবে নিজের কাছে?
ঐ- ঐন্দ্রজালিকও কখনো কখনো অবাক হয়
ও- ওদনও রোদে শুকিয়ে চাউল হয়
ঔ- ঔদ্ধত্যতাও শেষ হবে একসময়, মনে রেখ হে হৃদয়!!


বি. দ্র : শিমুল ভাইয়ের 'স্বরবর্ণের আলোয় দেখিয়াছি তাহার মুখ' আগেই পড়েছিলাম। আজ সৌমিতা দিদির 'স্বরবর্ণে তুমি' কবিতা পড়ে মন্তব্য করতে গিয়ে কবিতাটা উঠে আসলো মনের গভীর থেকে। তাই আসরে দিয়ে দিলাম।