তুমি পাহাড়ের মত গম্ভির
সাগরের মত বুদ্ধি দীপ্ত,
তুমি ঝর্নার মত স্বচ্ছ
চলার ক্ষেত্রে চিতার মত ক্ষিপ্ত।


অথচ তুমি নিজের অহংকারে এতই মেতে উঠেছ
যে, ধর না তো কারো ধার,
তুমি ভাব সবি তো জানি আমি
আর সবাই জানে কি আবার?


তুমি নিজেকে যা মনে কর
সবাই তো নিজেকে তাই মনে করে,
তুমি কেন অন্যের এত ভুল ধর
নিজের ভুল না ধরে?


তুমি যে রথে উঠে ক্ষমতার ছড়ি
ঘোরাতে চাও সবার মাথার উপরে,
অন্যরাও তো এই রথে চড়েই
ছড়ি ঘোরাতে চায় তোমার'ই মাথার উপরে।