শূন্য সে তো শূন্য নয়
শূন্য তো অনুভূতিময়;
শূন্য'কে কি দেখা যায়
অনুভূতিতে'ই বুঝতে হয়।


শূন্য সে তো শূন্য নয়
অন্ধকারে'ই শূন্য রয়;
মহাবিশ্বের জন্মের আগেই
শূন্যের জন্ম হয়।


শূন্য সে তো শূন্য নয়
পূর্ণতা'কে ঘিরেই শূন্য রয়।


বি দ্র : এই আসরের'ই আমাদের একজন অতি প্রিয় কবি বন্ধু রুমা চৌধুরী'র 'শূন্য সে ত শূন্য নয়' কবিতা পড়ে আমার এই কবিতার অভিপ্রায়।