এ দেশে শুধু বিভিষিকা
আর ক্ষমতার কাড়াকাড়ি,
নিজেকে উচ্চে ধরে রাখা
আর পিছনে ফেলে আসা কলঙ্কের কালি।


যেখানে তুমি নও, আমিই মারাব
সবার আগে এই দেশের উচ্চ শীর,
যেখানে এই মনোভাব, সবার মধ্যেই ফেলে প্রভাব
সেখানে তুমি কেন হবে সত্যের মহাবীর!!


তারচেয়ে, তুমিও আসো ভাই এই পথে
চলি একসাথে ক্ষমতার রথে,
মহৎ হয়ে কিছুই পাবে না এই দেশে
অসৎ'কে মহৎ করে তবে কিছু পাবে।


যেখানে দেশের সব মাথা'রা
মারিয়ে যাচ্ছে অসৎ পথ'কে,
সেখানে তোমার মত নাবালক আছ যারা
কিভাবে পারবে দেশকে বাঁচাতে?


চোরে চোরে ছেয়ে গেছে দেশের এ মাথা থেকে ও মাথা
সেখানে তুমি কেন থাকবে আর সাধু হয়ে,
তারচেয়ে এসো ভাই, চোর হয়ে বাঁচি মোরা
পরে দেখবো দেশকে বাঁচানো যায় কি করে।


দেশের কি ক্ষুদা আছে, আছে কোন অভাব!
যে, দেশকে বাঁচাতে এত তোড়জোড়,
দেশ তো নিজেই নিজেকে করে না দরদ
সেখানে নিজে মরে দেশ গড়ে হতে চাও কেন মহৎ?


যেখানে লাভ-লোকসান নিয়ে এত চিন্তা-চেতনা
সেখানে তুমি কেন এতটা বোকা!
যার নাই কোন অভাব, নাই কোন ক্ষুদা
সেখানে তাকে ফাঁকা করতে দোষ আছে কোথা?