১ম দিন :


আয়রে বর্ষা আয়রে বৃষ্টি, পাখির মত ডানা মেলে ভিজবো আজ
আয়রে সখি আয়রে সখা, কদম্ব তলায় ছন্দহীন নাচবো মোরা,
দে ঘুচিয়ে মনের দুয়ার, চলে আয় কদম্ব তলায় ফেলে সকল কাজ
প্রিয় হবে মোর কদম ফুল, ফুলের গন্ধে হব মোরা আত্নহারা, আয়রে তোরা।


দ্বিতীয় দিন :


ও সখি তুই, দেখ না চেয়ে, একটু চোখ মেলে
আকাশে ঐ মেঘ করেছে, বৃষ্টি আসলো বলে,
কাজ নেই আর এখানে থেকে, চল কদম্ব তলে
কদমের গন্ধে ব্যাকুল মন ভেজাবো বৃষ্টির জলে।