ক্ষণিকের পৃথিবীতে
হয়তো আর দুটি দিন বাঁচবো,
তাহলে কেন মিছে ঝগড়া করে
নিজেরা ভিন্ন হয়ে থাকবো!


মিছে কেন দল ভিন্ন করে
একে অপরের শত্রু হবো!
মিছে কেন নিন্দুকের দৃষ্টি গোচরে
হাসির পাত্র হবো!


মিছেমিছি কেন শূন্য পাত্রে আঘাত করে
দূষিত শব্দ সৃষ্টি করবো!
ভরা পাত্রের হৃদ্যতা দূরে সরিয়ে দিয়ে
বিদ্বেষগুলোকে কেন কাছে টানবো!


না হয় আমিই হলাম নিম্ন কেউ
তুমিই থাকলে উচ্চস্থানে,
বিজ্ঞতার পরিপূরক তো সেই
যে বিভেদকে ভুলতে জানে।