তোমার হৃদয় থেকে
খন্ড খন্ড টুকরো ভেঙ্গে
রোজ খায় খুঁটে খুঁটে,

কেউ একজন
জানতে তুমি সবই
শুধু নির্বাক ছিলে।

তন্ময় ছিলে কেবল আপন স্বভাবে
অচেনাকে আপন করে
দাও প্রিয়মুখ দূরে ঠেলে
সব বন্ধন ছিন্ন করে
মাঝপথে ছেড়ে গেলে
যা ছিলো জীবন ভ'রে।

লোকে বলে এ কেবল তোমার
কৌশল ছলনা
যে হাজারো কথামালায় ছলে
হয়তো বা অন্যদের পক্ষে ভালো নয়
কিন্তু তুমি যা কিছু করেছিলে
তাই তোমার কাছে উপযুক্ত বলে  মনে হয় ।।
এমনকি শ্রদ্ধেয় ___ যেহেতু
তার সাথেও বেঁধে ছিলে শব্দময় সেতু
তুমি পারোও বটে!!  
জানি তুমি অনঅভিজ্ঞ নিতান্ত নয়
তাই বলে এও!! কি করে সম্ভব হয়??