মুখের স্তবক দিয়ে খুব সহজেই
ছোট একটি শব্দ অবলিলায়,
সব সময় কষ্ট নিয়েই বের হয়,
আর কিছু নয় তিন অক্ষরে বিদায় ।
বিদায় শব্দটি অভিধানেও বোধ হয়,
কষ্ট আর আগত শূন্যতার আঘাতে বিক্ষত,
অপ্রত্যাশিত বিদায়তো একটি হিমালয়ের নাম,
যে হিমালয়ের চুড়ায় তাঁকে তাঁকে সজ্জিত,
পরিচ্ছন্ন কিছু কষ্টের বিজ্ঞাপন ।
পার্থিব বিদায় আমাকে আর ক্ষত করেনা,
আমি এখন সময়ের বিদায়ে ভয় পাইনা,
সাময়িক বিদায় অনেক কাঁদিয়েছে,
শূন্যতায় ভাসিয়েছে ঢের সময়,
কন্ঠ রুদ্ধ করেছে বারবার,
একাকীত্বের সাথে বন্ধুত্বের কারণও বিদায় ।
তবে মাঝে মাঝে কিছু অসমাপ্ত বিদায়,
আবারো সম্মুখিন করে নীল কষ্টের সামনে ।
এখন আমি অপেক্ষা নয় প্রতিক্ষায় আছি,
সেই বিদায়ের,
যে বিদায়ে ফিরে আসার কোন উপায় থাকেনা ।
হে প্রভু !
সে দিন যেন বৃষ্টি না হয়,
রাস্তা ঘাঁটে যেন না থাকে কাদা-মাটি,
স্বজনেরা যাতে সহজে বিদায় দেয় আমাকে ।