কবিতা লিখব ভাবছি এই ভীষণ রাতে
নির্ঘুম, অন্ধকারের যন্ত্রনায় একাকীত্বে ।
মনে কোন ছন্দ নেই, আনন্দও নেই
আছে একরাশ ক্লান্তি আর গ্লানি বোধ ।


আজ,
জানালার পাশে বসে ছিলাম সারা বিকেল
বহুদিন বাদে আকাশ হল দেখা।


বড়ই গাছে চড়ই পাখির ডাক শুনলাম
আঙ্গুলের কড়ে বয়স গুনলাম, আর
হেমন্ত মুখোপাধ্যায় - এর গান শুনলাম
"আমিও পথের মত হারিয়ে যাব,
আমিও নদীর মত.........। "


আসলেও তো সত্যিই হারিয়ে যাব
এই কোলাহল ছেড়ে, ৯-৬ টা অফিস ছেড়ে
এই অশান্ত লোকালয়ের ধোকাময় ভীর ছেড়ে,
প্রশান্ত অনন্তের পথে চিরতরে দূরে সরে যাব,
আসব না ফিরে আর ভাসব না ফিরে কোনদিন।


একটা অলস দিনের পর নির্ঘুম রাত,
আমাকে ভাবিয়েছে, নাড়া দিয়েছে
ভালবাসা, মায়া আর একাকীত্বের সাধ দিয়েছে ।
আমি বুঝতে পেরেছি অনেক সময় হারিয়েছি,
তুমি বা তোমাদের আপন করতে চেয়ে পর করেছি ।


তাই আজকে আমি ঋণী,
চড়ই বসা বড়ই গাছের ফ্রেম করা আকাশের কাছে,
আর সেই গান গুলোর কাছে।


কত শত একাকী প্রান,
গেয়েছে, লিখেছে বিরোহী গান।
যেদিন পরবে না মোর পায়ের চিহ্ন এই পথে,
অথবা যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে
অথবা আমি চিরতরে দূরে সরে যাব ............
সবাই ভাবে, গোচরে বা অগোচরে
আমি ও ভাবলাম, অথবা আমাকেও ভাবালো ।