হৃদয়ে আজ কাল বৈশাখী ঝড়
নড় নড় সব পাতারা নড়
গাছের শাখা স্মৃতির পাতা
উড়ে যাক সব কবিতার খাতা ।


হারিয়ে যাক সব সুখ-দুখ
পুরাতন কারো প্রিয় মুখ,
আজ দৃষ্টি বন্দি হোক আষাঢ়
রাখবনা কিছু আর ভালবাসার।


আজ আমি উত্তাল ।
ভুলে যাব সব অতীত , আর গতকাল ।
আমি ভিজব শ্রাবণ ধারায়,
কাঁদব না আর কারো ইশারায় ।


আমি হব না কারো বন্দী
আর কারো সাথে হবে না আমার সন্ধি
আমি হয়ে যাব নিশিথে নিরব একা
দেব না কাউকে কভু কখনও দেখা ।


ফিরিয়ে দেব সবি
তোমার ছায়া, স্মৃতি, ছবি
হয়ে যাব তুমি হারা
আজ বইবে না চোখে এক ফোঁটাও বারিধারা ।