লিখতে চাইনি কিছু
এবার লিখলাম দেখে
ছোট্ট একটা শিশু ।
কাঁদে না নড়ে না
অসাড় দেহ
দেহ বলাটা ভুল হল কারন
তার ও হবে অর্ধাংশ ।
কে কে চিনেছেন শিশুটিকে
কে কে কেঁদেছেন তাকে দেখে
কেঁদেছেন তবু কিছু সময়
ভেবেছেন হয়ত , তবে বেশিক্ষন নয় ।
আমার বাসায় ও আছে দুই শিশু
আমার কলিজা , আপনার ও আছে কিছু
সবাই তারা জিবনের চেয়ে আপন
তাদের কিছুতে ধরে মনে কাঁপন ।
তারা আপন আর ওরা কি পর
যারা মরছে তারা কার কে স্বজন ?
প্রশ্ন আর নাই করলাম
উত্তর আমি নাই বা পেলাম।
ঘটনা যখন এপার-ওপার
আমরা বাঙ্গালী ওরা মিয়ানমার ।
রোহিঙ্গা হোক আর আরাকানি হোক
আমাদের শুধু নির্বাক শোক
ওরা কাঁদবে, মরবে, পুড়বে
আমাদের তাতে কি আর হবে ।
আমার শিশুরা বেশ আছে
এই তো আমাদের সান্ত্বনা
ওরা মুসলিম, ওরা রোহিঙ্গা
কিছু মরলে তাতে মন্দ না।
আমরা শুধু মুখে মুখে সাম্প্রদায়িক
মুখে মালোয়ান মুখে মৌলবাদী
কাজে কিন্তু বাদী না ।
বিদায় সবাইকে বিদায় ।
কাঁদুন দেখুন ভাবুন
পরিশেষে সবি সহজে ভুলুন ।
আর যদি পারেন আওয়াজ তুলুন :
#StopKillingMuslimInMynamar