বাড়িতে এসে অনেকদিন থেকে
হয়েছি যেন গোঁয়ার বেটে।
সব ভুলে গিয়ে ঘুরছি যেন
আত্মভোলার মতো,
সুযোগ পেলেই করছি ও ভাই
অবাধ্য কাজ যতো।


নামাযে তে নেই মনোযোগ
কথা ও কাজে ঢের অভিযোগ।
সালাত যেন পাঁচ বারের জাগায়
পড়ছি দু' এক কিংবা তিনবার,
পূর্ণ পড়তে চাইলে ও যেন
ছুটছে সালাত বারবার।


কুরআন! সে তো হয়না পড়া
হাদিস! একেবারে হয়না ধরা।
সব পড়াকে বাদ দিয়ে যেন
ঘুরছি যতো ততো,
আর কতকাল এইভাবে মোর
কাটবে সময় শত!


এইভাবে যদি চলতে থাকি
ধ্বংস হতে আর কতকাল বাকি?
আপন ভালো বুঝে ও যদি
অবুঝ প্রাণে চলি,
দিনের শেষে ফিরবো বেশে
লইয়া শূন্য ঝুলি।