দীর্ঘ অবসরে ক্লান্ত পথিক আমি,
মন যে বসে না কোনো-ই কাজে।
বার বার যেন ছুটে যায় মন,
প্রানবন্ত, মুগ্ধকারিনী সেই ক্যাম্পাসে।


দীর্ঘ ছুটির তিক্ততাই আমি, খুঁজি,
কোনো এক অপূর্ণ সুখের মালা।
খুঁজে নাহি পাই, ও যেন এক
রুষ্টতায় ভরা তীব্র বিষাদ জ্বালা।


উদাসীন আমি সকল কর্মে, মন আমার
উদিত হয় কেমন এক বাজে স্বভাবে।
পড়ার টেবিল টা রিক্ত সুরে, সদা
ডেকে যায় যেন আপন কাজে।


সবুজ শ্যামলে আঁকা চত্বর টা যেন,
উঁকি দেয় মোর হৃদয় গহীনে।
মনে হয়, সবকিছু ফেলে ছুটে যাই আমি,
সবুজ মাখানো সজীব, সেই মায়ার টানে।


বন্ধুদের সাথে ক্লাসের ফাঁকে,
সময় পেলেই আড্ডা-ই মাতা।
আড্ডার ছলে, শত চাপের পরেও
পড়ার থেকে, নিজেকে কেমন সরিয়ে রাখা।


আবার, কোনদিন যেনো মিলবো মোরা বিভীষিকায় ভরা দিনের দুঃখগুলো পেছনে ফেলে।
সকল ভীতিতে সাহস জুগিয়ে, চলবো মোরা এগিয়ে যাবো, হাতে হাত রেখে সামনে তেড়ে।