পড়ি আমি বিশ্ববিদ্যালয়ে বলে
করিনে কো কোনো কাজ।
পড়া-লেখা আমার লাগে না ভালো
মনে হয় যেন কঠিন চাপ।


পড়তে বসলেই মাথার ট্যানট্যানি
ওদিকে বন্ধুদের আড্ডার ঘ্যানঘ্যানি।
টেবিলের পাশে মোবাইল টা যেন
ডেকে যায় সদা দিয়ে হাতছানি।


ফেসবুকে যেন ব্যাস্ত চ্যাটে
ইমোতে এসে টিকটক দেখা।
ইউটিউবে এসে তারকাদের সেই
বিশাল বিশাল গল্প গাঁথা।


মোরা, একটু ছুটি পেলেই ভাবি
কীভাবে সময় কাজে লাগাবো।
পড়ার ছলে আড্ডা দিয়ে
ঘুরে ঘুরে মোরা সময় কাটাবো।


যখন দেখি কেউ পাশের ঘরে
পড়ছে অবুঝ ঘাড় দুলিয়ে।
মনে হয় হায়! সময় যেন
নষ্ট করেছি হেলিয়ে দুলিয়ে।


এভাবেই সময় নষ্ট করে সদা
বর্ষ গুলো যেন কাটিয়ে সমানে।
স্নাতক নামের সম্মান টা কখন
বদলায় রূপ নিজ অসম্মানে।


সেই বিশাল স্বপ্ন বিশাল আাশা
উড়ছে যেন ধুলোয় শাঁ শাঁ।
বিশাল বিশাল প্রত্যাশা সব
ব্যর্থতার সেই চাঁদর ঢাকা।


কেউ বা আবার ভিন্ন পথে
ব্যর্থতার সব গ্লানি কেটে।
সঠিক পথের দিশা পেয়ে
ফিরছে তারা বিজয়ী বেশে।