দেশটা আমার ভালোই ছিলো
কোত্থেকে যে চোরগুলো এলো।
নিয়ন্ত্রণ হীনতায় ঘুরছে তারা
ভীষণ পাপেও পাচ্ছে ছাড়া।


পাপ করছে বিজ্ঞ জনে
অধীনস্থ তার শাস্তি গোনে।
মূল হোতা কে ছেড়ে প্রশাসন
চেলা-চামসের করছে শাসন।


অপরাধ যেন হাতের মোয়া
দণ্ড থাকলেও নেই সঠিক ছোঁয়া।
দুর্বল যেন পেলেই ওঝা
লঘু পাপের গুরু সাজা!


এদিকে বিশাল রাঘব-বোয়ালরা
উদর করছে সদোরে তাজা।
অবাধ পাপের দণ্ড মাথায়
কাটছে সময় বিলাসী কাঁথায়।


গড ফাদার সব হচ্ছে জড়ো
ডানাদুটো তাদের মস্তো বড়।
এদিকে আমলা ওদিকে রাজনীতিক
ক্ষমতা তাদের দিক-বিদিক!


অগণিত মামলা-চাপের পরে
ঘুরছে তারা বুক উঁচিয়ে।
আমলা-মন্ত্রীর হস্তক্ষেপে
হচ্ছে শান্ত মামলা নিমিষে।


দেশটার যেন বরোটা বাজিয়ে
যাচ্ছে বিলেত মোসাহেব সেজে।
অসহায়দের যতো অর্থ লুটে
করছে ফূর্তি বিলেতে বসে।


শোষণ বৈষম্যের শৃঙ্খল ছিড়ে
স্বাধীন করেছি শোষক তাড়িয়ে।
আবার যদি সেই শোষক এসে
শকুন রূপে আঘাত কষে!


সহ্য-শক্তির বাঁধটা ভেঙে
ধৈর্যের সব স্তর ডিঙিয়ে।
সহিবো কেমনে এ শোষণ মোরা
এজন্য কি, পাক-শোষকদের করেছিলাম ছাড়া?