দুটি লালঝুঁটি পাখি, শিমুলের ডালে বসে শরতের ভোরে। শহরগঞ্জ ছেড়ে মেইলট্রেন ছুটে আবছা আলোতে...


নদী তীরে সন্ধ্যা নামে, ফিরে আসে বালকের বেলা, সেই ঘ্রাণ, সেই সুর, নদীর বেহুলা...


এদিকে ধূসর কোষে, হিপোক্যাম্পাসে, লালনীল দুটি প্রজাপতি, আমাকে ফিরিয়ে দেয় বয়স পনেরাে, বালকের স্মৃতি, বানের নগরী, ভোরের শিউলিফুল, শিমুল, লালসুতা, ভোকাট্টা নীলঘুড়ি...