যত দূরে যাই, যেখানে তাকাই, শ্যামলিমা ভূমি, প্রিয়তমা তুমি, হৃদয়নগরজুড়ে বাংলারমুখ। জান্নাতুল বাকিতে কোনো এক মরুমায়া ভোরে আচানক দেখেছিলাম বাংলারমুখ। তীর্থযাত্রাও ভালো লাগে নাই!


বুড়িগঙ্গারে ছেড়ে, গঙ্গার ধারে, কতবার মরেছি ফাঁপরে! মনু বলে-চল যাই পদ্মার চর, সেখানে আমার আমি ছোট ছোট ঢেউ, তবুও আড়াল থেকে বলে যেন কেউ-'কারে ফেলে এসেছিস মন, মন রে আমার...


পদ্মা নদীরে ছেড়ে চলনের বিলে, একেবেঁকে যমুনায়-বড়ালের পাশে, বেদনা কিনেছি আমি একলা পঁচিশে! পাখি ছটফট কয়-কতদিন দেখি না তাহারে, আমার ঢাকারে আর বুড়িগঙ্গারে! এর নাম মাটিমায়া, কায়া যেখানে যায় সঙ্গে যাবে ছায়া...


তিতাসের পাড়ে বসে আগুন আর ফাগুনের নিশ্চুপ রাতে, দূরে দূরে ভাসিয়েছি চোখ, হৃদয়নগর থেকে কেউ যদি আসে, সে বুঝি নিয়ে আসে মা-মাটির ঘ্রাণ, তার দু'পায়ের ঝরে যাওয়া ধূলি, হৃদঅলিন্দে নিয়ে বলি,যত দূরে যাই, যেখানে তাকাই, হৃদয়নগরজুড়ে বাংলারমুখ।