'পদ্মার ঢেউরে, মোর শূন্য হৃদয়পদ্ম নিয়ে যা, যারে...'
মনে পড়ে রাতের বিরলে, ছোট্ট সেই শহর,পদ্মার বাঁকে!
এখনো সেখানে কী বৈশাখী থাকে?
মন-উচাটনে হারিয়েছি যারে!
পদ্মার ঢেউরে...


রাতের গহীনে বাজে নদীভাঙ্গা সুর,
কান ধরে নিয়ে চলে আমাকে সুদূর
মেঘের আলয়ে...


-অগ্রহায়নে খোঁজো বৈশাখী ঝড়!
দশকের দশা শেষে কেন এ ফাঁপর?


-বৈশাখী, ঝড় ছিল নাতো!
ফাল্গুণে এসেছিল মাতাল হাওয়ারা,
ক্ষণিকের স্বর্গসুধা-হরিণীর মন!
আমরণ যে থাকে ভাঙ্গাসাঁকো পাড়ে!‍


পদ্মার ঢেউরে...
মোর শূন্য হৃদয়পদ্ম নিয়ে যা, যা রে...