রাত্রীর কানে-কানে বলছে পবন, ‘এ বড় শান্তিহীন ভুজঙ্গ-প্রহর আর কপট সময়।' যখন ভোর হয়-হয়
বিধ্বস্ত নীলিমায় প্রগাঢ় নীলেরা, উঁকি দিয়ে বলে-‘খুলে ফেলো মানুষেরা শামুক-খোলস।’


এদিকে
পূর্ব গগনে উঁকি দেয় কুসুম আলো
তন্দ্রালু মানুষগুলো
জিঘাংসার ছুরি হাতে
জেগে ওঠে প্রথম সকালে
আর
স্বপ্নালু কেউ কেউ
সময়ের ক্ষয়রোগে
বেছে নেয় আত্মহনন!


কেউ-কেউ সাঁতরে আসে নষ্ট সময়
কাউকে বা গ্রাস করে ভুজঙ্গকাল।