আজ বসন্তের দ্বিতীয় দিন
এ শহরে উজ্জ্বাপনের কিছুই নেই।
বই মেলা,টিএসসি, বটতলা সবখানে শুধু মানুষ আর মানুষ
তবুও বিকেলের উষ্ণতায়
কোলাহলের মাঝে নিস্তব্ধতায়
আমি যে তোমারই অধীন।


কোন এক মিথ্যে স্বপ্নের কথা বলছি, শোন
শুকনো পাতার মর্মস্পর্শি ধ্বনি
ল্যাম্পপোস্টের নিচের সেই প্রেমাতুর নিরবতা
মননে-মস্তিষ্কে এক সরল রেখায় চলা
প্রতিটি প্রতিশ্রুতি রেখেছি
তবুও আমি পরাজিত ছিলাম যেন।


হারিয়ে গিয়ে আবার প্রত্যাবর্তন
নতুনের জয়গান, এতো আমার স্বপ্নের আস্ফালন।
জীবন সঙ্গীতের করূণরস ক্ষীণ হচ্ছে
নতুন এক গন্ধে আমার হৃদয় আজ শীতল হচ্ছে।
তবুও দ্বিধা, দ্বন্দ আর অনিশ্চিত এক হতাশা।
হয়ত চাই, তোমার চোখে আমার সমর্পন।


                                                                 ১৭/০২/২০২৪
                                                                   মিরপুর,ঢাকা