সম্মুখ সমরে আর জিতি নাই
বৃক্ষহীন রাজপথ, তোমার নগরে তপ্ত দুপুরে
হারাবার কিছুই হাতে নাই
দুকলম লিখিলাম ব্যাঙ্গ বাক্যের নির্বোধ শব্দে
আজ হাসিবার কেহ নাই,
তোমার কোমল স্পর্শ লইলো ঐ বিদেশবালক
যাকে আমি কখন দেখিনাই।
সীমান্তের শেষ ক্রোশে দাড়ায়ে তোমায় চাইয়েছিলাম
মেঘলা আকাশে তবুও বৃষ্টি হাসে নাই
হাজার স্বপ্ন আর শ খানেক প্রেমপত্র
আমি আর লিখি নাই, লিখি নাই।


নতুন কোন আকাশে মোর রঙ নাহি রাঙিবে
সমস্ত আবীর দিয়েছিনু তোমার পদ প্রশস্তে
হাসিলে তুমি, কাদিলেও তুমি
আমা হৃদ স্পন্দন দিয়া খেলিলেও তুমি
আমি সেই নক্ষত্রের নিচেই ঘর পাতিয়াছি
সেই ঘরে আজ উজ্জ্বল কোন আলো নাই।  


ক্ষণিক বিরতিতে তোমার মুঠো ফোনের আলো
কম্পিত হাতে অস্রু সিক্ত নয়নে
দেখিবার আজি আমি  নাহি পাই
ভাবের কোন গভীরতা আজি আমার কাব্যে
বইয়ের পাতায় সুকল্পিত কোন শব্দের শ্রাব্যে
তোমার কপল আর নাহি স্পর্শে আমার
মর্তে বসিয়া আর কখন চাহি নাই, আমি চাহি নাই।