তুমি যার সমস্ত চাও
তাঁর কাছে মন-মাথা সপেঁ দাও,
অযথা কড়িগুনে সময়ের হিসেবে
শুরুর দিন স্থির করতে যেও না
দেখবে তা হবে কালে বৃথা
সোজা মেরুদণ্ডে,ধোঁয়া রাজ্য ছেড়ে
রাস্তাতে দাগ কেটে যাও,
প্রচ্ছেদে থাকবে জীবনকাহিনী
তাকে পাশকাটিয়ে দাও
বাক্যব্যায়ে শুধু সময় নষ্ট
শক্তির অপচয়ে হয়েছো ক্ষয়িষ্ণু,
আয়নার পিছনে লুকিয়ে থাকো
ধিক - তোমার পরিচয় !
গল্প-উপন্যাসের পরিচ্ছেদে
তোমার ভূমিকার সমাপ্তি ,
নিজের ঝড়ে,নিজের পথ ভাঙো
হয়তো নতুন রাজ্যেই
অপেক্ষমান তোমার প্রাপ্তি |
চিরকাল তুমি সাজানো ,
চোখে-মুখে-মনে লেপেছ কালি
অকারণে ছুঁড়েছো ঢিল
পুকুরের স্থির জলে
দূরে-বহুদূরে সমব্যাথী কোনো এক দর্শক
তোমার ঘৃতাঘ্নিতে পুড়েছে তাঁর অস্থি-মাংস ,
অজুহাতের বেড়াজালে মৃত অনেক স্বপ্ন
হাতের লালদাগ আজ
আর পারে না সরলরেখা আঁকতে ,
সময়ের ভাবী হয়ে তৈরী হয়েছে
নির্বাক চলচ্চিত্র,
বিন্দুতে কম্পাস রেখে এখনো
আঁকতে পারা যায় বৃত্ত ,
শুধু একবার ভেবে দেখো
এই গানের শেষে থাকবে কিন্তু
তোমারই অস্তিত্ব !