আমার হৃদয়ের কোনো এক প্রান্তে আছো তুমি,
আমার মনের মধ্যে গেথে আছো তুমি,
আমার শরীরের সমস্ত রক্তে ছড়িয়ে আছো তুমি,
কে তুমি মেয়ে?


তুমি কি কোনো শক্তিশালী জাদুকর,
কেন তোমারই পেছনে পড়ে থাকে মন সর্বক্ষণ,
কে তুমি মেয়ে?


তোমার দেখা পেলেই আমার হৃৎস্পন্দন বেড়ে যায়,
আবার তোমায় না দেখিলে মনটা বিষাদ বেদনায় ভরে যায়,
কে তুমি মেয়ে?


তুমি কি ঐ সূদুর জান্নাত থেকে আসা হুর,
তুমিও মানুষ, আমিও মানুষ তবুও আমাদের মধ্যে কেন ভেদাভেদ সুরাসুর,
কে তুমি মেয়ে?


জানিনা জনি তোমাকে কি বলেছিল সেদিন,
জানি তুমি ফিরবে না, তবুও তোমারই জন্যি অপেক্ষা করছি দিনদিন,
কে তুমি মেয়ে?


তুমা যখনি দিলা আমায় ব্লক আপন মনে,
তখনি একখান বর্শা সোঁ করে হানিল আমার বুকে,
কে তুমি মেয়ে?


তুমি কি আমাকে কোনো মায়াজাল এ আটকে রেখেছ,
নাকি তুমি আমাকে কোনো জাদু করেছ,
যে আমি তোমার প্রতি পাগল হয়ে গেছি,
কে তুমি মেয়ে?


তুমি আজ থাকো তোমার বয়ফ্রেন্ড নিয়ে খুশিতে আনন্দে,
আর এদিকে আজ আমার নিকোটিনের ধোঁয়ায় জর্জরিত হয় বুক দুঃখে-কষ্টে,
কে তুমি মেয়ে?


আমি কি দিয়েছিলাম তোমাকে কোনো দিন যন্ত্রণা,
তবুও তুমি আমার সাথে করলে কেন প্রতারণা,
কে তুমি মেয়ে?


তুমি আর আমারে খুজে পাবে নারে,
কারণ অনেক আগেই হারিয়ে গেছি সেই অতল সাগরে,
কে তুমি মেয়ে?