সেই কবে একটা জলপাই খেয়েছিলাম আরাম করে
সেই থেকে আমাকে গিলে খাচ্ছে একটা প্রকাণ্ড অস্ট্রিচ
প্রতিদিন আমি কেবল রাতের আশাতেই বেঁচে থাকি
রোদের প্রখর তাপ এখন আমার আর সহ্য হয়না
সোডিয়াম বাতির আলোও দেখা যায়না আজকাল।


এতকিছুর পরেও আমার একটা সাগর আছে
সে বাতাস দেয়, মেঘ দেয় আর সন্ধ্যাবেলা গান শোনায়
তবুও ভয় হয়, যেনো হঠাৎ এক বিকেলে দেখবো;
আমার মেঘগুলোকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে পুলিশ
আচ্ছা! মেঘেদের রক্তের রঙ কি আকাশের মত নীল?