তোমরা তখন পৃথিবীর স্থলভাগে
আমি আমার মনের মহাসমুদ্রে বসে দেখছি
তোমাদের কোলাহল আর কোমল সূর্য
ঝাক বাধা পাখির ডাক
অশ্বত্থের ডালের শীতল হাওয়া ;
ঠিক যেমন সবার মাথার ওপর ঈশ্বর।


একটা লম্বা দীর্ঘশ্বাস!


ওখানেই আমার শেষ।
তারপর আমার মহাসমুদ্রে একটা কাচাপাতা ভেলা
ভেসে যায় সূর্যটা ছোঁবে বলে!