দূরে তোমাকে দেখা যাচ্ছে দরজা খুলে
প্রকাণ্ড চৌকাঠ বেয়ে আমি বের হলাম;
রুই মাছের শ্যাওলা যুক্ত আঁশের মতন
আমার হৃদয়ে পেঁচিয়ে আছো আষ্টেপৃষ্ঠে
কেটে যাচ্ছো একেক করে রঙিন সুতো,
অথচ বাজারে বেড়েই চলছে নিকোটিনের দাম
শেষ কবে যেনো একজন হকার এসেছিলো বাড়িতে
আমি তখন দুধভাত কুলকুচি করে ফেলছিলাম
সে তার বিক্রিযোগ্য পন্যগুলো যত্ন করে দেখাচ্ছিলো
আমার ভীষণ হিংসে হয় জানো সুস্মিতা!
এই মহাকালের প্রতিটি সন্ধ্যাই আমার অসহ্য লাগে
অথচ এই আমিও একদিন ঘুড়ি ওড়াতাম
নীলাকাশে ভেসে দিগন্ত পাড়ি দিতো
আমার স্বপ্নবাজ  একটা বেগুনি ঘুড়ি।