হেরে যাচ্ছি আমি চেয়ে দেখো
আবছা এই আলোয়
কর্কশ মুয়াজ্জীন কন্ঠে
পর্দার আড়ালে কমলা সিগারেট
অন্ধ মাকড়সার আটটা চোখই অন্ধ
এর চেয়ে কষ্টের আর কি হতে পারে?
শুরু হচ্ছে সাদাকালো দিন
স্বপ্নগুলো তবু অনেক রঙিন।
এই শোনো! প্রিয়তমা
আমার হাত শক্ত করে ধরো
এক্ষুণি ধর প্লিজ
দেখো ডুবে যাচ্ছি চাঁদের মত
তোমার আঁচল ঢাকা হেমন্তে!