নিরব রাতের মাঝে হঠাৎ শব্দ
ঝাঝাল সে শব্দ কি বিভৎস!
ভেঙ্গে যায় রাতের নিরাবতা!
মানবতা থুবড়ে পড়ে রাজপথে
ধর্ষিতা হয় হাজারো নারী!
অবুঝ শিশুটি রেহাই পায়না
নরপশুর সে হিংস্র থাবা হতে।
সীমান্ত ঘিরে কাটাতারের বেড়া
অতন্দ্র প্রহরী দিচ্ছে পাহারা।
বিশ্ব বিবেক নিশ্চুপ নিরব
ধর্ষিত হচ্ছে প্রতিদিন মানবতা।
সাম্যের বাণী শুনি কার মুখে
শান্তির দূত আজ উম্মাতাল
সংঙ্গ বঙ্গের নিয়মের বেড়াজালে
লুন্ঠিত হচ্ছে আজ মানবতা।


(আজ অনেকটা দিন কেটে গেল কলম ধরা হয়নি। অনেকটা বিরতির পরে লেখার চেষ্টা করেছি। জানিনা কতটুকু পেরেছি)