মেঘের কত রঙ,
তরঙ্গ অবসাদ,
আবেগ গুলো বাদল হয়ে
জমাচ্ছে শুধুই ফাঁদ।


বাদল ভূমে চমক ওঠে
করছি আমি কী?
ভুল-শুদ্ধের ত্বরণ আলোয়
জ্বলছে কেবল জোনাকি।


আবার ওঠে জ্যোৎস্না বিহার,
বাদল ভরা মেঘ,
তৃষ্ণা তাহার মেটেনা তবু,
কালাতিক্রান্ত আবেগ।