মাস্তুল-হীন জাহাজের নাবিক সে
অস্থিরতায় ডাকা কালো কাকটি বার বার আসে।


এক গুচ্ছ ফুলের আশায় থাকা পঞ্চবটীর মত
জোনাকির জ্বালা আগুনে মাকড়শা আজ মৃত।


ব্যাবিলনের শেষ সম্রাটের পাদুকার মত
উশৃঙ্খল আবেগে ছিঁড়ে যাওয়া ঘুড়ির মাথা নত।


অসহায় বৃদ্ধের তৃতীয় পা হয়ে ওঠা লাঠির বাঁশে,
যুদ্ধের ময়দানে পরে থাকা আহত সৈনিক সে।


সে সপ্তনীড় সিন্দুকের হারিয়ে যাওয়া চাবি
মানিব্যাগের কোনায় রাখা প্রেয়সীর হারিয়ে যাওয়া ছবি।


সে ক্রন্দনরত শিশুর ক্ষুধাতুর চোখ
কিংবা হিংস্র পশুর শেষ জীবনের নখ।


সে আশাহীন বাস্তুহীন বাবুই পাখির করুণ চাহনি
সে ডানা ছেড়া ফড়িঙের অসমাপ্ত প্রেম কাহিনী।


সে শূন্য থেকে ধীরে ধীরে অসীম হয়ে যাওয়া ধ্রুব সংখ্যা
সে একাকী রাতে কবিতার মত করে কিছু একটা লিখা।