এ গ্রহ আমার নয়
আমি মহাশূন্যে যাবো
ধ্রুবতারার পৃষ্ঠে দাঁড়িয়ে পৃথিবীকে থুতু দিবো
ছিন্ন করবো শনির বলয়।


এ গ্রহ আমার নয়
আমি মহাশূন্যে যাবো
অস্থির ধূমকেতুকে সজোরে লাথি দিবো
মঙ্গলের বুকে এঁকে দিবো রক্তপাতের ভয়।


এ গ্রহ আমার নয়
আমি মহাশূন্যে যাবো
বুকের মধ্যে ধিক ধিক করা হৃদপিণ্ড ছুঁড়ে মারবো
সূর্যের অহংকার করবো ক্ষয়।


এ গ্রহ আমার নয়
আমি মহাশূন্যে যাবো
কৃষ্ণ গহ্বর কে হাতের তালুতে চিড়ে চ্যাপ্টা করবো
ধ্বংসের দেখেছ কী! বিশ্বব্রহ্মাণ্ডের হবে বিনাশয়।