শত শত পলাশ ফুল জড়িয়ে
বেলাভূমি চুমে আসছ তুমি নগ্ন পায়ে।


শাদা শাড়ি লাল পাড় আর খোঁপায় সফেদ বেলীফুল
জ্যোৎস্না যেন ঠিকরে পড়ছে তোমার নিঃসঙ্গ অবয়বে।


দূর কোন এক বনের অজানা ফুলের ঘ্রাণ
আর পরাবাস্তব আবেগ মিলে মিশে একাকার।


তুমি চলে যাচ্ছ দূর থেকে দূরে,
আরও দূরে, শত ক্রোশ দূরে।


চাহনি অস্পষ্ট। নির্লিপ্ত অভিব্যক্তি।
দূরে সরে যাচ্ছো দিনকে দিন, মাসকে মাস।


তোমার কোমল স্পর্শ ভুলতে বসেছি,
পুরনো দিনগুলি মরতে বসেছে।


হারিয়ে যাচ্ছে স্মৃতি
এই গতিময় পৃথিবীতে।


তুমি নেই আর এই গ্রহে, নেই মিল্কিওয়ে গ্যালাক্সিতে,
অচেনা দৃশ্যমান ব্রহ্মাণ্ডে।