চোখে আলো লাগছে ভীষণ,
ভারী হয়ে আসা নিঃশ্বাস
উষ্ণতা ছড়াচ্ছে প্রতিক্ষণ,
তৃষ্ণার্ত কণ্ঠে জমছে কাশ।


সৃষ্টির বাসনা বড্ড ক্লান্তিকর,
কভু শেষ না হওয়া এক অভিনয়।
নেই কোন ছুটি, নেই আপন ঘর,
যা-ই করুন দিন শেষে পরাজয়।


চোখের পেছনটা চির চির করছে
মরা কান্না আসছে ভীষণ,
সফেদ জমিন জ্বলছে
অশ্রুরা আসবে যখন-সখন।


অস্বস্তি নিয়ে লিখছি আবার,
প্রতিক্ষায় ঢেকেছি স্বীয় ক্ষত।
ঠিক আমার রোজকার
জীবন-জীবন অভিনয়ের মত।