ডুবিয়ে দাও আমায় ভাসাতে-ভাসাতে,
জীবন থাকুক আমার প্রতিটি মৃত্যুতে
বেলা ফুরোবার নতুন প্রভাতে
উড়িয়ে দাও আমায় পড়তে-পড়তে।


পাতা ঝরা কোন এক বসন্ত দুপুরে
হারিয়ে যাব আমি শত প্রাপ্তির মাঝে
আমায় তাড়া করবে প্রচণ্ড সুর
দ্বিধান্বিত হয়ে পরবো আমি।


আশাগুলো বাসা বাঁধবে ওবেলায়
বলবে কথা, গান শোনাবে গুন গুন করে
মায়াজালের গল্প বলবে,
অলীক স্বপ্নরা করবে ছোটাছুটি।


পথের শেষে সূচনা হবে নতুন যাত্রা
অচিন কোন এক অন্তিম জলধারা
ডুবিয়ে দিবে আমায় ভাসাতে-ভাসাতে
উড়ে যাব আমি পড়তে-পড়তে।