যদি জীবন একটি বই হতো...
তাহলে ভবিষ্যৎ পড়তে পারতাম।
জানতাম, কাকে পাবো বা হারাবো
কখন সুখ আসবে, কখন মন কাঁদবে।
ক্রন্দনের পৃষ্ঠাগুলোকে ছিড়ে ফেলে
আনন্দময় মূহুর্তের কিছু পৃষ্ঠা জুড়ে নিতাম।
পাওয়া না পাওয়ার হিসেবও মিলতো সহজে।
অতীতের বেদনাময় স্মৃতি থেকে শিক্ষা নিয়ে
স্বপ্নের পৃষ্ঠাগুলোকে আশার আঠা দিয়ে
শক্তভাবে আটকিয়ে রাখতাম।
প্রতিটি মূহুর্ত হতো দ্বিধাহীন।